রবিবার | ২ নভেম্বর | ২০২৫

পুতিন অনেক মানুষ হত্যা করছেন: ট্রাম্প

ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, পুতিন অনেক মানুষ হত্যা করছেন।

সেইসঙ্গে মস্কোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের কথাও বিবেচনা করছেন বলে জানিয়েছেন তিনি।

আজ বুধবার (৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মঙ্গলবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প বলেন, “পুতিন আমাদের দিকে অনেক বাজে কথা ছুড়ে দেন। সবসময়ই খুব ভদ্রভাবে কথা বলেন, কিন্তু পরে দেখা যায় এসবের কোনও মানে নেই।”

তিনি বলেন, “পুতিন অনেক মানুষ হত্যা করছেন— তার নিজের সৈন্যরাও মরছে, ইউক্রেনের লোকজনও মরছে।”

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img