মাহবুবুল মান্নান
চট্টগ্রামে স্মরণকালের ভয়াবহ বন্যার পানির স্রোতে ভেসে চারজন নিহত ও নিখোঁজ রয়েছেন পাঁচজন।
চট্টগ্রামের চন্দনাইশে বন্যার পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হওয়ার এক দিন পর দাদা-নাতির লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে চন্দনাইশের দোহাজারী থেকে একজন ও পাঠানিপুল এলাকা হতে তাদের লাশ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতরা হলেন, বাঁশখালীর আবু সৈয়দ (৮১) ও আনিস (১২)। তারা সম্পর্কে দাদা-নাতি। তারা চন্দনাইশে ভাড়াবাসায় থাকতেন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
লোহাগাড়া উপজেলার আমিরাবাদে পানির স্রোতে নিখোঁজ আসহাব মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ছাড়াও চট্টগ্রামের রাউজানে বন্যা পরিস্থিতিতে নিজের মৎস্য খামারের অবস্থা দেখতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ হওয়ার ৩৬ ঘণ্টা পর তরুণ ব্যবসায়ী ও উদ্যোক্তা শাহেদ হোসেন বাবুর (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৯ আগস্ট) ভোর রাতে হালদা নদীর উত্তর মোহরা ছায়ার চর নামক এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
সাতকানিয়ার চরতি গ্রামে নৌকা উল্টে একজন মেয়ে শিশু নিহত হয়েছে।তার লাশ উদ্ধার করা হয়েছে ও নৌকার বাকী পাঁচজন এখনো নিখোঁজ রয়েছেন।
জানা যায়,তাদের বসতবাড়িতে বন্যার পানি উঠে গেলে তারা নিরাপদ আশ্রয়ের জন্য অন্যত্রে সরে যাচ্ছিলেন নৌকা যোগে।কিন্তু পথে পানির স্রোতের কারনে এই ঘটনা ঘটে।
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া,লোহাগাড়া, চন্দনাইশসহ কিছু এলাকায় পানি বৃদ্ধি পাওয়ার কারণে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে।