পাকিস্তানের নিরাপত্তা বাহিনী লাহোরের মানাওয়ান এলাকায় অনুপ্রবেশকারী একটি ভারতীয় নজরদারি ড্রোন ভূপাতিত করেছে।
পুলিশ সূত্র জানায়, পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের পরই ড্রোনটির গতিবিধি শনাক্ত করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে নিরাপত্তা বাহিনী। ড্রোনটিতে কোনো বিস্ফোরক না থাকায় এটিকে নজরদারি কাজে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও টিভি।
প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা সংস্থাগুলো ড্রোনটি জিম্মায় নিয়েছে এবং এ নিয়ে তদন্ত শুরু করেছে বলে সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে।