মঙ্গলবার | ৯ ডিসেম্বর | ২০২৫

পিলখানা, শাপলা ও আঠারোর আন্দোলনের স্বীকৃতি ছাড়া জুলাই ঘোষণাপত্র অসম্পূর্ণ

জুলাই ঘোষণাপত্র নিয়ে পতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করেছে জুলাই ফোর্স।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পিলখানা, শাপলা ও আঠারোর আন্দোলনের স্বীকৃতি ছাড়া জুলাই ঘোষণাপত্র অসম্পূর্ণ।

আজ শনিবার (৯ আগস্ট) বিকেলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহ্বায়ক মোশাররফ হোসেন বলেন, বিগত ১ বছরে অন্তর্বর্তীকালীন সরকারের অর্জন কি সেটা জাতির সামনে প্রকাশ করতে হবে।

তিনি বলেন, জুলাই গণহত্যার বিচারের রোডম্যাপ না দিয়ে সরকার নির্বাচনের তামাশা শুরু করেছে। জুলাইয়ের আহত ও শহীদের পুর্নাঙ্গ তালিকা এখনো প্রকাশ করা হয়নি। জুলাইয়ের ঘোষণাপত্রে পিলখানা হত্যাকান্ড, শাপলা গণহত্যা এবং আঠারোর কোটা ও নিরাপদ সড়ক আন্দোলনের স্বীকৃতি ছাড়া জুলাইয়ের ঘোষণা পত্র মানা হবে না।

সংগঠনের সদস্য সচিব এম আবু বকর শেখের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক আবু দারদা, শামীম হোসেন, দফতর সম্পাদক গোলাম আযম, মূখ্য সংগঠক নাজমুস সাকিব, সংগঠক জামাল আকন, আলমগীর সম্রাট, শমীম আহমেদ প্রমুখ।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img