বৃহস্পতিবার | ৯ অক্টোবর | ২০২৫

মাওলানা মুত্তাকীর ভারত সফর; আফগান পতাকা নিয়ে কূটনৈতিক বিড়ম্বনায় নয়াদিল্লি

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী এক সপ্তাহব্যাপী সরকারি সফরে ভারতে পৌঁছেছেন। জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় থাকা মাওলান মুত্তাকীর উপর থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভ্রমণ-নিষেধাজ্ঞা সাময়িক প্রত্যাহারের পর এই সফর সম্ভব হয়েছে। ২০২১ ক্ষমতায় আসার পর কোনো শীর্ষ তালেবান নেতার এটি ভারতের প্রথম সফর।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) তিনি ভারতে পৌছান।

তবে এই উচ্চ পর্যায়ের সফরকে কেন্দ্র করে ভারতের সাউথ ব্লক (ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তর) এক নজিরবিহীন কূটনৈতিক উভয়সংকটে পড়েছে বৈঠকের সময় কোন দেশের পতাকা ব্যবহার করা হবে?

কূটনৈতিক প্রোটোকল অনুযায়ী, কোনো বিদেশি নেতা ভারতের সফরে এলে তাঁর দেশের পতাকা ভারতীয় পতাকার পাশে, পেছনে বা টেবিলের উপর প্রদর্শিত হয়। কিন্তু ভারত এখনো তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, ফলে আফগানিস্তানের কালিমা খচিত সাদা পতাকাকেও সরকারিভাবে স্বীকৃতি দেয় না। তাই নয়াদিল্লি এখন পর্যন্ত ইমারাতে ইসলামিয়াকে তাদের পতাকা ওড়ানোর অনুমতি দেয়নি। দিল্লিতে অবস্থিত আফগান দূতাবাস এখনো আগের ইসলামিক রিপাবলিক অব আফগানিস্তানের পতাকাই ব্যবহার করছে, যা সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনির সময়কার সরকারি পতাকা ছিল।

এর আগে আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা মুত্তাকীর সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের বৈঠকে কাবুলপক্ষ নিজেদের পতাকা ব্যবহার করেছিল। চলতি বছরের শুরুতে দুবাইয়ে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে মুত্তাকীর বৈঠকের সময় উভয়পক্ষই পতাকা না রাখার সিদ্ধান্ত নেয়, না ভারতের পতাকা, না আফগানিস্তানের পতাকা। কিন্তু এবার বৈঠকটি হচ্ছে নয়াদিল্লিতে, ফলে বিষয়টি ভারতীয় কর্মকর্তাদের জন্য এক নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে।

সফরকালে মাওলানা মুত্তাকী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে। নয়াদিল্লি এই সফরের মাধ্যমে কাবুলের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায়।

সূত্র: এনডিটিভি

spot_img
spot_img

এই বিভাগের

spot_img