শুক্রবার | ১০ অক্টোবর | ২০২৫

গেন্ডাপুরের পদত্যাগ; সোহেল আফ্রিদিকে পাখতুনখোয়ার নতুন মুখ্যমন্ত্রী মনোনীত করলেন ইমরান খান

পিটিআইয়ের শীর্ষ নেতা খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করায় উপজাতি অঞ্চলটির তরুণ আইনপ্রণেতা সোহেল আফ্রিদিকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করলেন দলটির প্রতিষ্ঠাতা কারারুদ্ধ ইমরান খান।

বুধবার (৮ অক্টোবর) ইমরান খানের সাথে কারাগারে সাক্ষাতের পর পিটিআই মহাসচিব সালমান আকরাম রাজা নতুন মুখ্যমন্ত্রী হিসেবে সোহেল আফ্রিদির নাম ঘোষণা করেন।

এর আগে দলটির শীর্ষ নেতা আলি আমীন গেন্ডাপুর তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বলেন, মুখ্যমন্ত্রীর পদটি ছিলো খান সাহেবের ন্যস্ত করা আমানত। এখন তার আদেশ অনুসারেই আমি সেই আমানত তাকে ফিরিয়ে দিচ্ছি। পদত্যাগপত্র জমা দিতে যাচ্ছি।

তিনি আরো বলেন যে, খান সাহেব মনোনীত তরুণ আইনপ্রণেতা সোহেল আফ্রিদিকে তিনি পূর্ণ সমর্থন দিবেন।

পিটিআইয়ের সোশ্যাল একাউন্টেও এক আনুষ্ঠানিক বার্তায় ইমরান খানের নির্দেশনায় আলি আমীন গেন্ডাপুরের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়।

এই ঘটনা এমন সময়ে ঘটলো যখন আলী আমিন গেন্ডাপুর এক ভিডিও বার্তায় ইমরান খানের বড় বোন আলেমা খানের বিরুদ্ধে গোয়ান্দা যোগসাজশে পিটিআই দখল করার অভিযোগ এনেছেন।

সূত্র: আনাদোলু

spot_img
spot_img

এই বিভাগের

spot_img