নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ৬৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসময় তাদের কাছ থেকে বিপুল মাদক উদ্ধার করা হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত সময়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটককৃতদের কাছ থেকে ৩৫৮ গ্রাম ৪০৭ পুরিয়া হেরোইন, ৬৯ হাজার ৮৬৮ পিস ইয়াবা ও ৮ কেজি ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫১টি মামলা করা হয়েছে।











