যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক মাস পরও ফিলিস্তিনের বিধ্বস্ত গাজ্জায় অব্যাহত রয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের আগ্রাসন। ধ্বংসস্তূপের নিচ থেকে নতুন করে মরদেহ উদ্ধার ও শনাক্ত হওয়ায় নিহতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে।
শনিবার(৮ নভেম্বর) গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজ্জা উপত্যকায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ১৬৯ জনে।
মন্ত্রণালয় আরও জানায়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনীর হামলায় আরও ২৪০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।









