ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের রাজধানী কাবুলে শীঘ্রই ভারতের দূতাবাস স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়।
এক বিবৃতে এ খবর জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
তিনি বলেন, “নয়াদিল্লী এখন কাবুলে তার দূতাবাসকে আরও শক্তিশালী করার এবং বড় করার উপায় খুঁজছে।”
তিনি আরও বলেন, “একবার পর্যালোচনা সম্পন্ন হলে, আফগানিস্তানে ভারতের দূতাবাসের নিয়মিত কার্যক্রম পুনরায় শুরু হবে।”
ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এই বিবৃতি এমন সময়ে প্রকাশিত হলো, যখন কাবুলে ভারতীয় দূতাবাসকে একটি প্রযুক্তিগত মিশন হিসেবে উন্নীত করা হয়েছে।
সূত্র: হুরিয়াত রেডিও









