সারা দিন ফেসবুক না দেখে সমাজে নিজেদের মান উন্নয়নে নারীদের ফ্রিল্যান্সিং করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস-২০২২ উদযাপন অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, অফিসের পাশাপাশি বাসায় ফিরেও কাজ করতে হয় নারীদের। অনেকটা বিনা পারিশ্রমিকে সংসার চালিয়ে যাচ্ছেন তারা। তাদের সহযোগিতায় পুরুষদেরও বাসাবাড়ির কাজ ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শেখ হাসিনা বলেন, আমার ছেলেও বাসাবাড়ির কাজ করে, থালাবাসন নিজের হাতে পরিষ্কার করে।
সমাজকে এগিয়ে নিতে নারী-পুরুষকে সমানতালে কাজ করতে হবে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতা নিশ্চিত করতে কাজ করছে সরকার। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদের সুরক্ষা বলয়ের আওতায় নিয়ে আসা হয়েছে।