শুক্রবার, জুন ১৩, ২০২৫

আ.লীগ ছাড়া কোনো নেতাকর্মী যেন ১০ তারিখ রাস্তায় না থাকে : মায়া

spot_imgspot_img

আগামীকাল শনিবার (১০ ডিসেম্বর) বিএনপির সমাবেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা রাজপথে থাকবেন জানিয়ে দলটির প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ১০ তারিখ ঢাকার রাস্তায় আওয়ামী লীগ ছাড়া কোনো নেতাকর্মী যেন না থাকে, সেই ব্যবস্থা করতে হবে।

আজ শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশে তিনি একথা বলেন।

পাড়া-মহল্লায় পাহারা দিতে হবে জানিয়ে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, কালকে রাজপথে থাকব আমরা। আজকে যারা হুঙ্কার দেয় শেখ হাসিনাকে দেশ ছাড়া করবে, সরকারের পতন করে ফেলবে। আজকে ৯ তারিখ, কাল ১০। ঢাকা শহরে আওয়ামী লীগ ছাড়া কোনো নেতাকর্মী যেন রাস্তায় না থাকে, সে ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, আজ রাজপথে পাহারা দিতে হবে। পাড়া-মহল্লায় পাহারা দিতে হবে। কাল যদি কেউ রাস্তায় সন্ত্রাসী করে, যেখানে যাকে পাইবো মুড়াইয়া ঠিক কইরা ফালামু।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, আফজাল হোসেন ও যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img