সোমবার | ১৫ সেপ্টেম্বর | ২০২৫

গাজ্জায় অবিলম্বে যুদ্ধবিরতির পদক্ষেপ নিতে আমেরিকাকে আহবান জানিয়েছে সৌদি

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির পাশাপাশি খাদ্য ও চিকিৎসা সরবরাহের জন্য ‘জরুরি পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ।

শুক্রবার (৮ ডিসেম্বর) ওয়াশিংটনে অনুষ্ঠিত এক বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের কাছে এ আহ্ববান জানান তিনি।

বৈঠকে ব্লিঙ্কেনকে তিনি আরো বলেন, গাজ্জায় চলমান যুদ্ধ যেন অন্যত্র ছড়িয়ে না পড়ে সেজন্য সকল সম্ভাব্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। কারণ এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উপর একটি বড় হুমকি।

প্রিন্স ফয়সাল বলেন, এই অঞ্চলে স্থিতিশীলতা পুনরুদ্ধার করা প্রয়োজন। সেই সঙ্গে ফিলিস্তিনি জনগণ যেন তাদের ন্যায্য অধিকার ফিরে পায় সেজন্য একটি শান্তিপূর্ণ পদক্ষেপ নিশ্চিত করা জরুরী।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img

এই বিভাগের

spot_img