বুধবার | ১০ ডিসেম্বর | ২০২৫

আফগানিস্তানকে টিটিপি ও পাকিস্তানের মধ্যে একটিকে বেছে নিতে হবে: আসিম মুনির

পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান আসিম মুনির বলেছেন, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানকে সিদ্ধান্ত নিতে হবে তারা ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে, নাকি তেহরিকে তালিবান পাকিস্তান (টিটিপি)–কে সমর্থন করবে।

সোমবার (৮ ডিসেম্বর) রাওয়ালপিন্ডির গ্যারিসন শহরে সদর দপ্তরে তিন এ কথা বলেন। সেখানে তিনি সেনাবাহিনীর তিন শাখার সদস্যদের গার্ড অব অনার গ্রহণ করেন। এই আয়োজনের মধ্য দিয়েই পাকিস্তানের নতুন যৌথ সামরিক কমান্ড আনুষ্ঠানিকভাবে সূচনা পায়।

আসিম মুনির বলেন, নতুন ডিফেন্স ফোর্সেস হেডকোয়ার্টার্স পাকিস্তানের জন্য একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক পদক্ষেপ। এই নতুন ঐক্যবদ্ধ ত্রি-সেবা কমান্ড স্থল, আকাশ, নৌ, সাইবার নিরাপত্তা ও তথ্য–ক্ষেত্রে সমন্বয় আরও জোরদার করবে—বিশেষ করে নিরাপত্তাজনিত হুমকি বাড়তে থাকায়।

তিনি কর্মকর্তাদের জানান, কাবুলে একটি “স্পষ্ট বার্তা” পাঠানো হয়েছে, তাদের পাকিস্তান ও টিটিপির মধ্যে একটি পথ বেছে নিতে হবে।

আসিম মুনিরের মন্তব্যের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

উল্লেখ্য, অক্টোবর থেকে আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্কে টানাপোড়েন বাড়ছে। কয়েক দিনের সংঘর্ষে তখন কয়েক ডজন মানুষ নিহত হয় এবং শত শত মানুষ আহত হয়। পাকিস্তানি কর্মকর্তারা দাবি করে আসছেন, দেশে সাম্প্রতিক যেসব হামলা হচ্ছে, সেগুলো আফগানিস্তানে অবস্থানকারী সশস্ত্র গোষ্ঠীগুলো পরিকল্পনা ও পরিচালনা করছে। তবে ইমা এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে—পাকিস্তানের নিরাপত্তার দায় আফগানিস্তানের ওপর চাপানো ঠিক নয়।

সূত্র: আরিয়ানা নিউজ

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img