চট্টগ্রাম নগরের উন্নয়ন কার্যক্রমে শৃঙ্খলা ও সমন্বয় নিশ্চিত করতে নগর সরকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, বন্দরনগরীর উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সমন্বিত নগর সেবা ব্যবস্থা জরুরি, যা নগর সরকার ছাড়া সম্ভব নয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) চসিক কার্যালয়ে আমেরিকান দূতাবাসের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মেয়র।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বর্তমানে চট্টগ্রামের উন্নয়ন সেবায় একাধিক সংস্থা আলাদাভাবে কাজ করায় সমন্বয়ের ঘাটতি প্রকট হয়ে উঠেছে। এক সংস্থা সড়ক নির্মাণ করে, কিছুদিনের মধ্যেই অন্য সংস্থা এসে তা কেটে ফেলে। একই প্রকৃতির প্রকল্পও বিভিন্ন সংস্থা আলাদাভাবে বাস্তবায়ন করছে। এই সমন্বয়হীনতা নগরের পরিকল্পিত উন্নয়নের বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা সমাধানে নগর সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই।
তিনি জানান, নগর সরকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার বিষয়টি প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবহিত করা হয়েছে। নগর সরকার প্রতিষ্ঠা হলে মেয়রের হাতে প্রয়োজনীয় আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা থাকায়, নগরের সব উন্নয়ন সংস্থাকে সমন্বয় করে একটি নির্দিষ্ট পরিকল্পনার আওতায় আনা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।
প্রতিনিধি দলে ছিলেন, আমেরিকার দূতাবাসের রাজনৈতিক-অর্থনৈতিক কাউন্সেলর ইরিক গিলান এবং রাজনৈতিক বিশ্লেষক ফিরোজ আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন, চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল এবং রাজস্ব কর্মকর্তা মো. সাব্বির রহমান সানিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।









