সোমবার | ১৫ সেপ্টেম্বর | ২০২৫

মাদরাসায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: আল্লামা নুরুল ইসলাম

হেফাজতে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী বলেছেন, যেভাবে মাদরাসা ও আলেম-ওলামাদের ওপরে হামলা করা হচ্ছে— এভাবে বার বার যদি আঘাত আসতে থাকে তাহলে ওলামায়ে কেরাম, ছাত্রসমাজ ও হেফাজতে ইসলাম নাক-কান বন্ধ করে নীরবতার ভূমিকা পালন করবেন না। আমাদের প্রত্যেকের ভেতরে জজবা আছে, ক্ষোভ থাকে। চাঁদপুরের কচুয়া, কক্সবাজারের পিএমখালী, ফটিকছড়ির মাইজভান্ডার মাদরাসায় যে আক্রমণ হলো, এ কথা কেউ বলে না যে তারা কেন আইন হাতে তুলে নিল? আমরা সরকারকে জানাতে চাই, তারা কেন আইন হাতে তুলে নিল, তারা আইন হাতে তুলে নেয়ার কে? এর ব্যবস্থা সরকারকে করতে হবে। আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

আজ রোববার (১০ জানুয়ারি) রাজধানীর খিলগাওস্থ হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিবের কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ তিনি এসব কথা বলেন।

হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আমরা জানতে পেরেছি কওমী মাদরাসাগুলোর ক্ষতি সাধনের জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করা হচ্ছে; চক্রান্ত ও ষড়যন্ত্র করা হচ্ছে। কওমী মাদরাসার উন্নতি কেন, তাদের প্রতি মানুষের আগ্রহ কেন, শ্রদ্ধাবোধ কেন? এটাকে কেন্দ্র করে কওমি মাদরাসার আলেম ও ছাত্রদের চারিত্রিক অভিযোগে অভিযুক্ত করে দেশের জনসাধারণ, মুসলমান দানশীল যারা মাদরাসাকে ভালোবাসে তাদের থেকে দূরে সরিয়ে নেয়ার একটা চক্রান্ত করা হচ্ছে।

তিনি বলেন, ইদানীং অনেক জায়গা থেকে দুঃসংবাদ আসছে যে ওয়াজ মাহফিল বন্ধ। তারা তো কোরআন হাদিসের কথা বলে। সেটাকে যদি সরকারবিরোধী-রাষ্ট্রবিরোধী মনে করে তাহলে তো কিছু করার নেই। কিছু বক্তার নামের তালিকা করা হচ্ছে। কিন্তু কেন, কী কারণে করা হচ্ছে? যারা দোষী তাদের বক্তব্য ধরে সরকারের আইন-কানুন দিয়ে ব্যবস্থা নেন। কিন্তু ঢালাওভাবে ওয়াজ মাহফিল বন্ধ কেন?

আল্লামা নুরুল ইসলাম বলেন, ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির বৈঠকে মাহফিলে মাইক বাজানোকে মানুষের ঘুমের ও শান্তির বেঘাত হয়েছে বলে দাবি করা হয়েছে। কিন্তু কোন এলাকার জনগণ ঘুমের বেঘাত ঘটেছে বলে সরকারের কাছে লিখিত বা অলিখিতভাবে অভিযোগ করেনি। এমন অভিযোগ না পাওয়া সত্ত্বেও মাহফিলের মাইক বন্ধ করতে আইন করার ‍সুপারিশ করা হচ্ছে। আমরা মুসলমান। আমরা কুরআন পড়ি, কুরআন মানুষকে শিখাতে হবে। মাহফিলেরর মাইক বন্ধ করে কুরআন-হাদিসের বয়ানের বেঘাত না ঘটায় এজন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি।

প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা আব্দুর রব ইউসুফী, যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা শফিকুদ্দীন, অর্থ সম্পাদক মুফতী মুনীর হোসাইন কাসেমী, সহ-সাংগঠনিক মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা রাশেদ বিন নুর প্রমুখ।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img