মঙ্গলবার | ১ জুলাই | ২০২৫

গাজ্জায় গত এক মাসে ৭ ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল

spot_imgspot_img

চলতি বছরের জানুয়ারি মাসে গাজ্জায় অন্তত সাতজন ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেট (পিজেএস)-এর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেট (পিজেএস) জানিয়েছে, ইসরাইলি বাহিনী গত মাসে (জানুয়ারি) গাজ্জা উপত্যকায় কমপক্ষে সাতজন সাংবাদিককে হত্যা করেছে। তারা হলেন, ওমর আল-দিরাউই, সাইদ আবু নাভান, আহলাম আল-তালুলি, মোহাম্মদ বশির আল-তালামিস, আকেল সালেহ, আহমেদ আল-শিয়াহ এবং আহমেদ হিশাম আবু আল-রুস।

পিজেএস জানায়, ইসরাইলি বাহিনী জানুয়ারি মাসে ফিলিস্তিনি সাংবাদিকদের পরিবারের নয়জন সদস্যকে হত্যা করেছে এবং ছয়জনের ঘরবাড়ি ধ্বংস করেছে।

গাজায় ইসরাইলি আগ্রাসন গণমাধ্যমকর্মীদের জন্য বিশ্বের ইতিহাসে সবচেয়ে মারাত্মক সংঘাতগুলোর মধ্যে একটি। দীর্ঘ ১৫ মাস ধরে চলা ইসরাইলি আগ্রাসনে গাজায় ২০০ জনেরও বেশি গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, অনেক সাংবাদিককে লক্ষ্যবস্তু করে হত্যা করা হয়েছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img