ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মুহাম্মাদ শফিকুল ইসলাম টিকা নেওয়ার ২৭ দিন পরে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
এর আগে গত ৬ মার্চ ডিএমপি কমিশনার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছেন রাজারবাগ পুলিশ হাসপাতালের ডা. ইমদাদুল হক। তিনি বলেন, কমিশনারের অন্য কোনো জটিলতা নেই এবং তার এন্টিবডি লেভেল ভালো। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি ডিএমপি কমিশনার একই হাসপাতাল থেকে করোনার টিকা নেন। আর টিকা নেওয়ার ২৭ দিনের মাথায় করোনায় আক্রান্ত হলেন তিনি।