শুক্রবার | ১৪ নভেম্বর | ২০২৫

রাষ্ট্রীয় সফরে কাতার যাচ্ছেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় সফরে কাতার যাচ্ছেন। এ সফর আগামী ২২-২৩ এপ্রিল কাতারের দোহায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর একদিন আগে ২১ এপ্রিল তিনি কাতারের উদ্দেশে যাত্রা করবেন।

সেখানে দ্বিতীয়বারের মতো আয়োজন হতে যাওয়া আর্থনা (আমাদের পৃথিবী) শীর্ষ সম্মেলনে স্পিকার হিসেবে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এ শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ছাড়াও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ইব্রাহিম থিওয়া, ইরিনার ডেপুটি ডিরেক্টর গৌরী সিং, আইইউসিএন’র ডিরেক্টর জেনারেল ড. গ্রিথেল এগুইলার প্রমুখ বক্তব্য দেবেন।

জানা যায়, কাতার ফাউন্ডেশনের উদ্যোগে দোহায় অনুষ্ঠিত হবে আর্থনা শীর্ষ সম্মেলন। এতে স্পিকার হিসেবে যোগ দেয়ার জন্য এরইমধ্যে আয়োজকদের পক্ষ থেকে ড. ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়েছে।

কাতার ও অন্যান্য উষ্ণ দেশগুলো জলবায়ু পরিবর্তন ও শুষ্ক পরিবেশের সঙ্গে খাপখাইয়ে নিতে করণীয় নির্ধারণে এ সম্মেলনের আয়োজন করা হয়ে থাকে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img