শনিবার, মে ১০, ২০২৫

ভারত-পাকিস্তান উত্তেজনা: শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানের আহ্বান চীনের

spot_imgspot_img

ভারত ও পাকিস্তানকে সংঘাত না বাড়িয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার (১০ মে) এ তথ্য জানায়।

পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশ দুটির উত্তেজনা পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে গড়াতে থাকায় এ আহ্বান জানালো চীন।

বেইজিং থেকে এ খবর জানিয়েছে এএফপি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবৃতিতে বলেন, ‘আমরা ভারত ও পাকিস্তানকে জোরালোভাবে আহ্বান জানাচ্ছি যেন তারা শান্তি ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেয়। শান্ত ও সংযত থাকে এবং শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক সমাধানের পথে ফিরে আসে। তারা যেনো এমন কোনো পদক্ষেপ না নেয় যাতে উত্তেজনা আরও বেড়ে যায়।’

সূত্র: বাসস

সর্বশেষ

spot_img
spot_img
spot_img