বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

এরদোগানের আমন্ত্রণে তুরস্কে সফরে গিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

তুরস্ক গিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের আমন্ত্রণে তিনি এ সফরে যান।

শুক্রবার থেকে শুরু হওয়া তিন দিনের এ সফরে তুরস্ক-ফিলিস্তিন সম্পর্কের সব পরিপ্রেক্ষিত নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

তুরস্কের যোগাযোগ দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, মাহমুদ আব্বাসের সফরের সময় যেসব বিষয় নিয়ে আলোচনা হবে তার মধ্যে রয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, ফিলিস্তিনের মানবিক পরিস্থিতি এবং ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের সর্বশেষ অবস্থা।

এছাড়া ফিলিস্তিনের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সম্পর্ক পুনঃস্থাপন নিয়েও আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। ফিলিস্তিনের বহুল প্রতীক্ষিত নির্বাচন নিয়েও তুরস্কের সঙ্গে আলোচনা করবেন মাহমুদ আব্বাস।

সূত্র : আনাদোলু এজেন্সি

spot_img
spot_img

এই বিভাগের

spot_img