অপ্রতিরোধ্য তালেবানকে আলোচনার টেবিলে আনতে এবার পাকিস্তানের সহায়তা চেয়েছে আফগানিস্তানের মার্কিনপন্থী আশরাফ ঘানি সরকার।
শুক্রবার পাকিস্তানের সংবাদমাধ্যমে জিও টিভির কাছে এক সাক্ষাতকারে এই জানান মার্কিনপন্থী আফগান সরকারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হানিফ আতমার।
আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি দ্রুত পরিবর্তনের দিকে মোড় নিচ্ছে। তালেবান দ্রুত বিভিন্ন সামরিক অভিযান চালানোয় এবং আফগানিস্তানের গুরুত্বপূর্ণ জেলাগুলো নিয়ন্ত্রণ করে নেয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। মার্কিন সৈন্যরা ও ন্যাটো নেতৃত্বাধীন বিদেশী বাহিনীগুলো দ্রুত আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ায় তালেবানদের আত্মবিশ্বাস বেড়ে গেছে এবং তারা দ্রুতই দেশটির বিভিন্ন অঞ্চল জয় করছে।
সাক্ষাৎকারে মোহাম্মদ হানিফ আতমার বলেন, ‘পাকিস্তানের কাছে অনেক বিষয়েই বড় ধরনের ভূমিকা ও হস্তক্ষেপ প্রত্যাশা করে আফগানিস্তান। আমরা আশা করি পাকিস্তান তালেবানের রসদ সরবরাহ বন্ধ করার মাধ্যমে তাদের তীব্র আক্রমণ প্রতিরোধ করতে পারবে।’
সূত্র : দ্য নিউজ ইন্টারন্যাশনাল