বৃহস্পতিবার | ১০ জুলাই | ২০২৫

ভারতে আতংকিত মুসলিমরা নিজেরাই ভাঙতে শুরু করেছে মসজিদ

spot_imgspot_img

ভারতে বারবার উগ্র হিন্দুত্ববাদীদের হুমকি ও প্রশাসনের নোটিশ পেয়ে আতংকিত মুসলিমরা নিজেরাই মসজিদ ভাঙতে শুরু করার এক দুঃখ ও আশ্চর্যজনক ঘটনা ঘটেছে!

বুধবার (৯ জুলাই) মুসলিম মিররের এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যের প্রাদেশিক সরকারের নিয়ন্ত্রণাধীন উত্তর প্রদেশের হিন্দু অধ্যুষিত কুশিনগর জেলার চিন্তামণি গাধিয়া গ্রামে এক দুঃখ ও আশ্চর্যজনক ঘটনা ঘটছে। উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর ক্রমাগত বিক্ষোভ ও ধ্বংসযজ্ঞ চালানোর হুমকির মুখে মুসলিমরা নিজেরাই গ্রামের মসজিদ ভাঙতে শুরু করেছেন!

হিন্দুত্ববাদীরা বেশ কয়েক বছর যাবত দাবী করে আসছিলো যে, গ্রামের নামে নামকরণ করা গাধিয়া মসজিদ ও সংলগ্ন ঈদগাহটি সরকারি জমিতে নির্মিত হয়েছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সনাতনী সেনা সহ বেশ কয়েকটি উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী অভিযোগও দায়ের করে। যেখানে তারা দাবী করে যে, মসজিদটি অবৈধভাবে নির্মিত হয়েছে। এটি রাজস্ব জমিতে অবস্থিত। যা ‘গাটা’ নং ৬৪৫ এবং ৬৪৮ এর তালিকাভুক্ত।

এমন অভিযোগের পেয়ে তহসিল অফিস রাজস্ব আইনের ৬৭ ধারার অধীনে মসজিদটি উচ্ছেদের একটি নোটিশ জারি করে। গত মার্চে মসজিদের প্রবেশপথে একটি চূড়ান্ত নোটিশ সাঁটিয়ে দেয়। নোটিশে জোর দিয়ে বলা হয় যে, মসজিদ কাঠামোকে মাটির সাথে মিশিয়ে দিতে শীঘ্রই বুলডোজার আসবে।

এলাকার মুসলিম সম্প্রদায় এডিএম আদালত এবং এলাহাবাদ হাইকোর্টে আইনি প্রতিকারের জন্য আবেদন করেও কাঙ্ক্ষিত প্রতিকার পায়নি। এডিএম কর্তৃপক্ষ মুসলিমদের আবেদনের ৩ মাসের মাথায় তহসিলদারকে ছয় মাসের মধ্যে বিষয়টি সমাধানের নির্দেশ দেয়।

এক পর্যায়ে মুসলিমরা অসহায়ত্ব বোধ করতে শুরু করেন। উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা হামলার শিকার হওয়ারও আশঙ্কা করতে থাকেন। এর প্রেক্ষিতে মসজিদ কমিটির সদস্য ও স্থানীয়রা শান্তির বার্তা দিতে হাতুড়ি দিয়ে নিজেরাই মসজিদটি ভেঙে ফেলতে শুরু করেন।

কমিটির সদস্যরা বলেন যে, তারা চান না কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করুক। দাঙ্গা শুরু করুক। তাই মসজিদটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুসলিমদের এমন আশ্চর্যজনক পদক্ষেপ হিন্দুত্ববাদীদের নিকট ব্যাপকভাবে প্রশংসিত হয়।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img