গাজ্জায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সংঘটিত অপরাধের তথ্য দাখিলের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কাউন্সিলের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকা আলবানিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা।
বুধবার (৯ জুলাই) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই নিষেধাজ্ঞা ঘোষণা করে আলবেনিসিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধ চালানোর অভিযোগ এনেছেন।
আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে আলবেনিসে এই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে বলেন, তিনি তার কাজ চালিয়ে যেতে মনোনিবেশ করবেন। তিনি একটি টেক্সট বার্তায় লিখেছেন, মাফিয়া স্টাইলে ভীতি প্রদর্শনের পরিপ্রেক্ষিতে কোনো মন্তব্য নেই। আমি ব্যস্ত সদস্য রাষ্ট্রগুলোকে গণহত্যা বন্ধ ও এর দায়ীদের শাস্তি দেয়ার দায়িত্ব তাদের স্মরণ করিয়ে দিতে। আর যারা এই যুদ্ধ থেকে লাভবান হচ্ছে তাদের বিরুদ্ধে।
বুধবার সকালে তিনি ইউরোপীয় সরকারগুলোর সমালোচনা করে বলেন, গাজ্জায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) এর গ্রেফতারি পরোয়ানা প্রাপ্ত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাদের আকাশসীমা ব্যবহার করতে দিচ্ছেন।
তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ইতালীয়, ফরাসি ও গ্রিক নাগরিকদের জানা উচিত যে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী প্রতিটি রাজনৈতিক পদক্ষেপ তাদের সবাইকে দুর্বল ও বিপন্ন করছে।