হিজবুল্লাহর গোলাবারুদ বাজেয়াপ্ত করেছে লেবানিজ আর্মি। বৃহস্পতিবার (১০ আগস্ট) লেবাননের এক খ্রিস্টান অধ্যুষিত কাহালেহ শহর থেকে ইরান সমর্থিত সশস্ত্র দলটির গোলাবারুদ বাজেয়াপ্ত করা হয়।
সংবাদমাধ্যমের তথ্যমতে, বুধবার (৯ আগস্ট) বেকা উপত্যকা ও সিরিয়ার সাথে সংযোগ স্থাপনকারী কাহালেহর এক মহাসড়ক দিয়ে যাওয়ার সময় সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর একটি ট্রাক উল্টে যায়।
এসময় কট্টর হিজবুল্লাহ বিরোধী এলাকাটির বাসিন্দারা জড়ো হয়ে ট্রাকের তল্লাশী করতে চায়লে হিজবুল্লাহ সদস্যদের সাথে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে গুলাগুলির ঘটনাও ঘটে। যাতে এলাকার এক খ্রিস্টান ও হিজবুল্লাহর একজন সদস্য নিহত হয়।
পরবর্তীতে লেবানিজ আর্মি ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পায় যে, সেটি গোলাবারুদ বোঝাই একটি ট্রাক ছিলো। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) ১০ প্লাটুন সেনাবাহিনী মোতায়েন করা হয় এবং গোলাবারুদ বোঝাই ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়।
সূত্র: আল জাজিরা