নাইজারে নির্বাচিত সরকারকে বহাল না করায় জরুরী বৈঠকে বসেছে পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক ঐক্য পরিষদ ইসিওডাব্লিউএএস বা ইকোওয়াস।
বৃহস্পতিবার (১০ আগস্ট) নাইজেরিয়ায় বৈঠকে বসে ১৫ সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত আফ্রিকান এই সংস্থাটি।
বৈঠক পূর্ব এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু বলেন, নাইজারের সামরিক অভ্যুত্থান পুরো পশ্চিম আফ্রিকার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। সমস্যা থেকে উত্তরণে ব্লকের সদস্যদের সাথে বৈঠকে আলোচনা করা হবে।
এর আগে আবুজা নামক এক সম্মেলনে তিনি বলেছিলেন, সকল অপতৎপরতা রুখে দিয়ে বৈধ সরকারকে পুনর্বহাল করতে আমাদের যা করার প্রয়োজন আমরা তাই করবো।
উল্লেখ্য, গত বুধবার (২৬ জুলাই) নাইজারের সামরিক বাহিনী দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ বাজুমকে জিম্মি করার মাধ্যমে অভ্যুত্থান ঘটায়।
অভ্যুত্থানের কয়েক ঘন্টা পর দেশটির সামরিক নেতারা মুহাম্মদ রুফায়ী লাওয়ালীকে মহাসচিব মনোনীত করে ২১ সদস্যের নতুন সরকারের নামও ঘোষণা করে রাষ্ট্রীয় টেলিভিশনে।
এই ঘটনায় পশ্চিম আফ্রিকার প্রভাবশালী সংস্থা ইকোওয়াস বাজুমকে পুনরায় প্রেসিডেন্ট পদে বহালের জন্য অভ্যুত্থান ঘটানো সামরিক নেতাদের ১ সপ্তাহের সময়সীমা বেঁধে দিলেও তারা এতে কোনো কর্ণপাত করেনি। বরং তারা তাদের পরিকল্পনায় অটল থাকে।
সূত্র: আল জাজিরা