রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

২ মিশরীয় যুবকের হাতে বেশ কয়েকজন ইসরাইলি সেনা নিহত

spot_imgspot_img

ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলনের মিশরীয় দুই তরুণ সমর্থক ইসরাইলের সঙ্গে মিশর সীমান্তের কয়েকটি এলাকায় ইহুদিবাদ বিরোধী অভিযান চালিয়েছে। ঐ ২ মিশরীয় যুবকের অভিযানে বেশ কয়েকজন ইসরাইলি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পার্সটুডে ‘গাজ্জা আলআন’ চ্যানেলের বরাত দিয়ে জানিয়েছে, ইসরাইলের সঙ্গে মিশর সীমান্তের কয়েকটি এলাকায় ঐ ২ মিশরীয় যুবকের অভিযান সংঘটিত হয়।

কোনো কোনো ইহুদিবাদী সূত্র জানিয়েছে, যুবকেরা বেশ কয়েকজন ইসরাইলি সেনাকে গাড়ি চাপা দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত সরে যায়। ওই ঘটনায় ককেজন সেনা নিহত এবং বেশ কিছু ইসরাইলি সেনা আহত হয়।

গত রবিবারও জর্দানের এক ট্রাক চালক জর্দান-ইসরাইল সীমান্তের আল-কারমাহ ক্রসিংয়ে প্রবেশ করে এবং খুব কাছ থেকে ইহুদিবাদীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। ওই অভিযানে কমপক্ষে ৩ ইসরাইলি সেনা নিহত হয়। তবে অভিযানকারী জর্দানি ট্রাক চালক ইহুদিবাদী সেনাদের গুলিতে শাহাদাত বরণ করে।

হিব্রু ওয়েবসাইট ওয়াল্লা জানায়, গাজ্জা যুদ্ধের শুরু থেকে পশ্চিম তীরে কমপক্ষে ৪ হাজার ৯৭৩ টি ইহুদিবাদ বিরোধী অভিযান চালানো হয়েছে। ওইসব অভিযানে অন্তত ১২ জন ইহুদিবাদী সেনা এবং ৩ পুলিশসহ ৩৮ জন ইহুদিবাদী নিহত এবং ২৮৫ জন আহত হয়েছে।

সূত্র : পার্স্ট টুডে

সর্বশেষ

spot_img
spot_img
spot_img