জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া যে পরিমাণ ত্যাগ স্বীকার ও নির্যাতন সহ্য করেছেন, তার জন্য তিনি আন্তর্জাতিক নোবেল পুরস্কারের দাবিদার। দল থেকে এ বিষয়ে আওয়াজ তুলতে হবে।
রোববার (১১ জানুয়ারি) নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার পশ্চিম মাসদাইর পাঁচতলা মোড় এলাকায় এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল উপলক্ষে ফতুল্লা থানা কৃষক দল এ মতবিনিময় সভার আয়োজন করে।
মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে খেজুর গাছ মার্কায় ভোট দিলে তা ধানের শীষে যাবে। ধানের শীষ পেলে আমি পাবো, আমি পেলে তারেক রহমান পাবেন। আর তারেক রহমান পেলে বিএনপি সরকার গঠন করবে। তাই সবাইকে খেজুর গাছ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাই।”
এ সময় ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।











