সোমবার | ১২ জানুয়ারি | ২০২৬
spot_img

আফগান-ভারত ঘনিষ্ঠতা নিয়ে পাকিস্তানের উদ্বেগ

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কাবুল ও নয়াদিল্লির মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কর্মকর্তাদের সাম্প্রতিক ভারত সফরের প্রসঙ্গ টেনে তারার আফগানিস্তান ও ভারতের মধ্যে সহযোগিতার ধরন নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “আফগানিস্তান ও ভারতের মধ্যে এমন কী ধরনের সহযোগিতা রয়েছে, যার জন্য এত বিস্তৃত পরামর্শ বৈঠক দরকার?”

তারার আরও যোগ করেন, “আফগান সরকার একদিন পরপরই ভারতে যায় এবং নয়াদিল্লির সঙ্গে আলোচনা করে। এই আলোচনাগুলো কী নিয়ে? কোনো নির্দিষ্ট বাণিজ্যিক সম্পর্ক কি এগোচ্ছে? দ্বিপক্ষীয় সহযোগিতার কোন কোন ক্ষেত্র আছে, যার জন্য এত ঘন ঘন পরামর্শ বৈঠক দরকার? দিন দিন এই সম্পর্কের প্রকৃত চরিত্র আরও স্পষ্ট হচ্ছে।”

যদিও ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান এখনও পাক মন্ত্রীর সর্বশেষ মন্তব্যের আনুষ্ঠানিক জবাব দেয়নি, তবে তারা আগে জোর দিয়ে বলেছে যে অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনে আফগানিস্তান স্বাধীন, এবং কাবুল ও নয়াদিল্লির সম্পর্ক উন্নত হওয়া মানেই পাকিস্তানের প্রতি বৈরিতা বোঝায় না।

সাম্প্রতিক মাসগুলোতে কাবুল ও নয়াদিল্লির সম্পর্ক জোরদার হয়েছে, যেখানে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী, শিল্প ও বাণিজ্যমন্ত্রী নূরউদ্দিন আজিজি এবং জনস্বাস্থ্যমন্ত্রী নূর জালাল জালালি ভারতের সফর করেছেন। এই সফরগুলোকে পাকিস্তান সন্দেহের চোখে দেখেছে।

সূত্র : তুলো নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ