বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর গোলাপবাগে গণসমাবেশস্থলসহ আশপাশের এলাকায় র্যাবের হেলিকপ্টার টহল চলছে।
শনিবার (১০ ডিসেম্বর) সকালে এক ক্ষুদে বার্তার মাধ্যমে র্যাবের মিডিয়া ইন থেকে এ তথ্য জানানো হয়।
র্যাব ছাড়ারও বিএনপির সমাবেশ ঘিরে ঢাকা মহানগর পুলিশের নিয়মিত সদস্য, আনসার, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও বিভিন্ন সংস্থার গোয়েন্দা সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর ৩০ হাজার সদস্য দায়িত্ব পালন করছেন।
এদিকে কোরআন পাঠের মধ্য দিয়ে শনিবার (১০ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির গণসমাবেশ শুরু হয়।