বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, ছাত্রলীগ-যুবলীগের দুই-চারজন গুন্ডা আমাদের বাড়ির সামনে গিয়ে স্লোগান দেয়, মির্জা আব্বাসের চামড়া তুলে নেবো আমরা, তারেক রহমানের চামড়া, তুলে নেবো আমরা। আমি বলতে চাই এতো সাহস থাকলে পুলিশ রেখে আসেন, দেখাব কে কার চামড়া তুলে নেয়।
শনিবার (১০ ডিসেম্বর) রাজধানী গোলাপবাগে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নেতাকর্মীরা (ছাত্রলীগ-যুবলীগ) স্লোগান দেয় খালেদা জিয়ার কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও। আরে কালো হাত কার? খালেদা জিয়ার হাত তো সাদা। তিনি কোনো দুর্নীতিই করেননি। সরকারের রোষাণল ও প্রতিহিংসার শিকারে তিনি আজ বন্দি।
তিনি বলেন, তারা ভেবেছে বিএনপির মহাসচিব ও মির্জা আব্বাসকে গ্রেপ্তার করলে সমাবেশ সফল হবে না। বিএনপি কখনো পরাজিত হয়নি। আজকের সমাবেশ সফল।
আফরোজা আব্বাসসহ বক্তারা দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ নেতা কর্মীদের মুক্তির দাবি জানান।