বুধবার | ৫ নভেম্বর | ২০২৫

ঘূর্ণিঝড় মানদৌসে ভারতে নিহত ৪

ঘূর্ণিঝড় মানদৌসের দাপটে ভারতে এখন পর্যন্ত ৪ জন নিহত হয়েছেন। সেইসঙ্গে প্রচুর ক্ষয়ক্ষতির আভাস পাওয়া গেছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত ২টা নাগাদ ঘূর্ণিঝড় মানদৌস আছড়ে পড়ে দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চলে। সেসময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৭৫ কিলোমিটার।

শুক্রবার এই ঝড় পৌঁছায় মহাবালিপুরমের কাছে। পরে শনিবার ভোরের দিকে এই ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের কারণে উপকূলবর্তী জেলাগুলোতে অবিরাম বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় মানদৌস দুর্বল হয়ে তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকায় প্রবল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অতিবাহিত হয়ে যাবে। এর ফলে আরো শক্তি হারাবে।

শুক্রবার মধ্যরাত মামাল্লাপুরামে এই ঝড় আছড়ে পড়ে এবং সেই থেকেই প্রবল বর্ষণ শুরু হয়েছে। মোট ১৩ টি জেলাতে সতর্কতা জারি করা হয়েছে। চেন্নাইয়ের উপকণ্ঠে কাতুপাক্কাম শহরে সর্বাধিক ১৬ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img