বৃহস্পতিবার | ১১ ডিসেম্বর | ২০২৫

আফগান-ইরাক যুদ্ধই উন্মোচন করেছে প্রকৃত সন্ত্রাসী কারা : সিরিয়ার প্রেসিডেন্ট

সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ হুসাইন আল-শারাআ আল-জুলানী পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনা করে বলেছেন, আফগানিস্তানে ২৫ বছরের যুদ্ধের পর মানুষ এখন বুঝে গেছে প্রকৃত সন্ত্রাসীরা কারা ছিল এবং আসলে কারাই সেই তকমা পাওয়ার যোগ্য।

আহমাদ শারাআ বলেন, “আমরা আফগানিস্তান ও ইরাকের যুদ্ধ দেখেছি। সেখানে যারা নিহত হয়েছে, তারা সবাই নিরপরাধ মানুষ ছিল, আর হত্যাকারীরাই এখন অন্যদের সন্ত্রাসী বলে। তাই আমার বিশ্বাস, ২৫ বছর পর মানুষ এখন স্পষ্টভাবে জানে প্রকৃত সন্ত্রাসীরা কারা এবং কারাই সেই নামে ডাকার যোগ্য।”

দোহায় এক বৈঠকে আফগানিস্তান-ইরাক যুদ্ধের অভিজ্ঞতা ও দীর্ঘ যুদ্ধকালীন বেসামরিক প্রাণহানির প্রেক্ষাপটে তিনি এসব কথা বলেন।

অন্যদিকে, ২৯ আগস্ট ২০২১ সালে কাবুলে একটি আফগান পরিবারের ওপর মার্কিন ড্রোন হামলা নিয়ে দেওয়া মন্তব্যের বিষয়ে মার্কিন যুদ্ধ সচিব পিট হেগসেথ অবসরপ্রাপ্ত মার্কিন সেনাবাহিনীর জেনারেল মার্ক মিলিকে অবহেলার অভিযোগ করেন।

পিট হেগসেথ বলেন, হামলার কয়েক ঘণ্টা পরও তারা জানত না যে বেসামরিক লোকজনকে লক্ষ্য করা হয়েছে। তিনি জেনারেল মার্ক মিলির সমালোচনা করেন, কারণ তিনি ওই ড্রোন হামলাকে একটি “ন্যায্য হামলা” হিসেবে বর্ণনা করেছিলেন। প্রতিবেদনে ইঙ্গিত করা হয়, কয়েক ঘণ্টার মধ্যেই বেসামরিক হতাহতের বিষয়টি শনাক্ত করা সম্ভব ছিল, তবুও দুই দিন ধরে ওই তকমা ব্যবহার করা হয়েছিল।

উল্লেখ্য, ২৯ আগস্ট ২০২১ সালের ওই মার্কিন ড্রোন হামলায় একই পরিবারের ১০ জন বেসামরিক ব্যক্তি নিহত হন, যাদের মধ্যে সাত শিশু ছিল।

সূত্র : তোলো নিউজ

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img