নির্বাচন সামনে রেখে তপশিল ঘোষণার আগেই পদত্যাগ করতে পারেন দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ বুধবার (১০ ডিসেম্বর) বা আগমীকাল বৃহস্পতিবার মধ্যেই পদত্যাগ করার গুঞ্জন রয়েছে। একই সঙ্গে তাদের দায়িত্বে থাকা তিন মন্ত্রণালয়ের দায়িত্বে কারা আসছেন, তা নিয়েও বেশ আলোচনা রয়েছে।
সরকারের একাধিক সূত্র বলছে, দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন। আজই তারা সেই ঘোষণা দিতে পারেন। সমসাময়িক বিষয়ে কথা বলতে আজ বিকেল ৩টায় সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সংবাদ সম্মেলনেই তিনি তার পদত্যাগ ও নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিতে পারেন বলে আভাস পাওয়া গেছে। তবে মাহফুজ আলম আজই ঘোষণা দেবেন কি না তা নিশ্চিত নয়।
তারা মোট তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।
তারা উপদেষ্টা পরিষদ থেকে সরে গেলে এসব মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নতুন কাউকে নিয়োগ দেওয়া হবে, নাকি পুরোনো উপদেষ্টাদের মধ্যে এসব মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করা হবে- এ বিষয়ে সরকারের মহলে নানা আলোচনা চলছে। তবে সরকারের বিভিন্ন সূত্রগুলো জানিয়েছে, শেষ মুহূর্তে এসে নতুন উপদেষ্টা নিয়োগের সম্ভাবনা কম। মূলত পুরোনো উপদেষ্টাদের মধ্যেই এই মন্ত্রণালয়গুলো বণ্টন করা হতে পারে।









