পশ্চিমাদের খুশি করতে গিয়ে পাক-আফগান সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছন কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেরহিকে ইনসাফ পকিস্তানের প্রতিষ্ঠাতা ইমরান খান।
পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান আসিম মুনিরকে উদ্দেশ্য করে তিনি বলেন, দেশের মৌলিক স্বার্থ রক্ষার বদলে পশ্চিমা দেশগুলোকে খুশি করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর ফলে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বার্তায় তিনি এ মন্তব্য করেন।
ইমরান খান বলেন, দেশে নিরাপত্তাহীনতার মূল কারণ হলো সামরিক বাহিনীর ভুল কৌশল। এসব কৌশল ভেতর থেকেই সরকারকে দুর্বল করেছে এবং জনগণকে সম্পূর্ণরূপে রক্ষাহীন অবস্থায় ফেলে দিয়েছে।
তিনি বলেন, এই ধরনের ক্ষতিকর নীতি যদি চলতে থাকে তবে পাকিস্তান শেষ পর্যন্ত ভাঙনের পথে যেতে পারে।
তিনি আরও বলেন, “যখন কোনো সরকার নিজের জনগণের বিরুদ্ধে ড্রোন হামলা বা সামরিক অভিযান চালায়, তখন সন্ত্রাসবাদ কমে না; বরং তা আরও বেড়ে যায়।”
কারাবন্দি ইমরান খান বলেন, আফগান শরণার্থীদের বিরুদ্ধে চলমান সহিংসতাও এসব ভ্রান্ত নীতির অংশ, যা উল্টো ফল বয়ে আনছে।
ইমরান খান এসব মন্তব্য এমন এক সময়ে করেছেন, যখন আফগানিস্তানের ইমারাতে ইসলামিয়া বারবার অভিযোগ করেছে যে, পাকিস্তানি সামরিক বাহিনীর কিছু অংশ ইচ্ছাকৃতভাবে অঞ্চলে অস্থিরতা ছড়িয়ে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে।
সূত্র: হুরিয়াত রেডিও









