বুধবার | ২৪ সেপ্টেম্বর | ২০২৫

বিশ্ববিদ্যালয়ের ৪৯টি কম্পিউটার চুরির দায়ে বহিষ্কৃত যুবলীগ নেতা গ্রেপ্তার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগার একুশে ফ্রেবুয়ারী লাইব্রেরি ভবন থেকে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনায় মুলহোতা যুবলীগের সাবেক নেতা পলাশ শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১১ জানুয়ারি) গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কার্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রোববার দুপুরে মাদারীপুরের টেকেরহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পলাশ গোপিনাথপুর ইউনিয়নের বহিষ্কৃত যুবলীগ সভাপতি।

গোপালগঞ্জ সদর থানা পুলিশের তথ্য অনুযায়ী, রোববার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুরের টেকেরহাটে একটি গাড়ি তল্লাশির মাধ্যমে পলাশ শরীফকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে গোপালগঞ্জ সদর থানায় পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞসাবাদ চলছে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img