দেশজুড়ে চলমান বিক্ষোভের মাঝে আমেরিকা নতুন করে হামলা চালালে ইরান মার্কিন সামরিক ও নৌ লক্ষ্যবস্তুতে আঘাত হানবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির পার্লামেন্টের স্পিকার মুহাম্মদ বাঘের ঘালিবাফ।
রোববার (১১ জানুয়ারি) আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ইরানের পার্লামেন্টে কথা বলতে গিয়ে মুহাম্মদ বাঘের ঘালিবাফ বলেন, ‘‘আমেরিকা যদি সামরিক হামলা চালায়, তাহলে দখলকৃত ভূখণ্ড এবং যুক্তরাষ্ট্রের সামরিক ও নৌ-পরিবহনের কেন্দ্রগুলো আমাদের বৈধ লক্ষ্যবস্তু হবে।’’











