ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতি ইনস্টিটিউট সম্প্রতি কাতারের সহযোগিতায় “ডিপ্লোম্যাসি কানেকশন নেটওয়ার্কস” শীর্ষক পাঁচ দিনের একটি প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে।
রবিবার প্রকাশিত মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, অভিজ্ঞ কাতারি কূটনীতিক ওমর গানেম এই প্রশিক্ষণ পরিচালনা করেন এবং তিনি একাধিক দেশে নিজের কূটনৈতিক মিশনের তাত্ত্বিক ধারণা ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জন্য সমসাময়িক কূটনীতির মৌলিক ধারণা, কূটনৈতিক নেটওয়ার্কের কাঠামো এবং ডিজিটাল কূটনীতির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
সমাপনী অনুষ্ঠানে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মন্ত্রী, কাবুলে কাতারের রাষ্ট্রদূত এবং কূটনীতি ইনস্টিটিউটের পরিচালক কূটনীতিকদের পেশাগত প্রশিক্ষণের গুরুত্ব, অভিজ্ঞতা বিনিময়ের মূল্য এবং আফগানিস্তানের পররাষ্ট্রনীতি শক্তিশালী করতে এমন বিশেষায়িত ও যৌথ কর্মসূচি অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সূত্র : আরিয়ানা নিউজ











