রবিবার | ১১ জানুয়ারি | ২০২৬
spot_img

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানে চলমান বিক্ষোভে আমেরিকার সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছে তেহরান।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেয়, তবে তেহরান তাৎক্ষণিকভাবে ইসরাইল ও মধ্যপ্রাচ্যের সব মার্কিন সামরিক ঘাঁটি ও নৌঘাঁটিতে হামলা চালাবে।

পার্লামেন্টে তিনি বলেন, ইরান কোনো হুমকি অনুভব করলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাতে পারে। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক ও নৌ ঘাঁটিগুলোকে প্রধান লক্ষ্য হিসেবে গণ্য করা হবে।

ইরানিদের বিক্ষোভকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনের প্রস্তুতি প্রকাশ্যে আসার পর তেহরানের তরফ থেকে এই সতর্কবার্তা আসে। এদিকে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে ইসরাইল।

ইরানে চলমান বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে বলে অভিযোগ উঠেছে। গত দুই দিনে দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দেশজুড়ে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন রয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ