বুধবার, মে ১৪, ২০২৫

বিএনপির আন্দোলনের গতি দেখে ঘোড়াও হাসে, মানুষও হাসে: ওবায়দুল কাদের

spot_imgspot_img

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির গণঅভ্যুত্থান গোপালগঞ্জের গরুর হাটে গিয়ে গুরুতর আহত হয়ে এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে পদযাত্রা করছে, আর দৌঁড়াতে আর পারছে। বিএনপির আন্দোলনের গতি দেখে এখন গোড়ায় ডিম পাড়ে। ঘোড়াও হাসে, মানুষও হাসে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, গত ১৪ বছরে বাংলাদেশকে বদলে দিয়েছেন শেখ হাসিনা। তিনি আমাদের অর্থনৈতিক মুক্তির রূপকার। উন্নয়ন দেখে হিংসা করে লাভ নেই। অনেক জ্বালা বিএনপি নেতাদের। পদ্মা সেতুর জ্বালা। মেট্রো রেলের জ্বালা, ওভারপাসের জ্বালা, ফ্লাইওভারের জ্বালা। একদিনে ১০০ সেতু, ১০০ রাস্তা উদ্বোধনের জ্বালা। সামনে রূপপুর, সামনে মাতারবাড়ি, বঙ্গবন্ধু টানেল। সারা দেশে শুধু উন্নয়ন, গ্রাম হয়ে গেছে শহর। জ্বালারে জ্বালা, জ্বালায় জ্বালায় মরে। প্রাণে বাঁচে না অর্ন্তজ্বালা।

তিনি বলেন, তারেক রহমান লন্ডনে বিলাসবহুল জীবনযাপন করছেন। টাকা আর টাকা। ফখরুল টাকার বস্তায় চড়ে সমাবেশ করে টাকা ছিটাচ্ছে। ডান দল, বাম দল, অতি ডান, অতি বাম, সবাই এককার, ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার। তারেক রহমান লন্ডনে বসে ফেসবুকে লাইভ দিয়ে হুঁকার করে। সৎ সাহস থাকলে আসুন রাজপথে, সামনাসামনি খেলা হবে।

তিনি আরও বলেন, ভোট চোরদের আমরা চিহ্নিত করবো। যারা ভোটের নাম প্রহসন করে, ভোটার তালিকা তৈরি করে। দুর্নীতিতে ৫ বার বিশ্বচ্যাম্পিয়ান বিএনপি এখন গণতন্ত্রের কথা বলে। তাদের মুখে গণতন্ত্র ভুতের মুখে রাম নাম।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img