বুধবার, মে ১৪, ২০২৫

ধর্মের দোহাই দিয়ে যারা মানুষ হত্যা করছে তাদের বিরুদ্ধে আমাদের শান্তি সমাবেশ: শিক্ষামন্ত্রী

spot_imgspot_img

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ধর্মের দোহাই দিয়ে যারা মানুষ হত্যা করছে তাদের বিরুদ্ধে আমাদের শান্তি সমাবেশ। একটি কুচক্রী মহল স্বাধীনতা যুদ্ধের সময় দেশের স্বাধীনতা অর্জনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছিল। তারাই আজকে দেশের উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করে দেশকে অকল্যাণের দিকে ধাবিত করার চেষ্টা করছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) চাঁদপুরের কচুয়ায় সাচার উচ্চ বিদ্যালয়ে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, একটি চিহ্নিত চক্র নির্বাচনকে সামনে রেখে তথাকথিত আন্দোলনের নামে দেশে শান্তি-শৃঙ্খলা নষ্ট করছে। যারা ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যা করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল, তারাই আবার অবৈধ পন্থায় ক্ষমতায় যেতে চায়।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকারের উন্নয়নের বার্তা তৃণমূল জনগণের কাছে পৌঁছে দিতে হবে। বিএনপি যদি সত্যিকারের রাজনৈতিক দল হতো তাহলে দেশের অর্থ বিদেশে পাচার ও এতিমদের অর্থ নষ্ট করতো না। আওয়ামী লীগ সরকার অসহায় দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে। বিশেষ করে অসহায় ও দরিদ্র মানুষকে গুচ্ছ গ্রাম ও গৃহনির্মাণ করে মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি সব সময় পেছনের দরজা দিয়ে ক্ষমতা এসেছিল আবারও আসার চেষ্টা করছে। আমরা এটা হতে দিতে পারি না। তারা জানে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। তাই তারা নির্বাচন ভণ্ডুল করতে চায়। আমরা অপশক্তিকে প্রতিহত করবোই।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img