বুধবার, মে ১৪, ২০২৫

চিকিৎসার অভাবে ইসরাইলের কারাগারে ফিলিস্তিনি বন্দীর মৃত্যু

spot_imgspot_img

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের কারাগারে বন্দী অবস্থায় আহমেদ আবু আলী নামে এক ফিলিস্তিনির মৃত্যুর নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ।

গতকাল শুক্রবার (১০ ফেব্রুয়ারি) তার কার্যালয় থেকে জারি করা একটি বিবৃতিতে এ নিন্দা জানানো হয়েছে।

এ বিবৃতিতে তিনি, ইসরায়েলের শাতায়েহ কারাগারের অভ্যন্তরে “নিয়মানুগত চিকিৎসা অবহেলার” কারণে ফিলিস্তিনি বন্দীর মৃত্যুতে শোক প্রকাশ করে তার পরিবার ও আত্মীয়-স্বজনদের প্রতি সমবেদনা জানান।

এছাড়াও তিনি আন্তর্জাতিক রেড ক্রসের কাছে বন্দীদের (বিশেষ করে অসুস্থ, নারী ও শিশুদের) মুক্তির জন্য আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য; ৪৮ বছর বয়সী আবু আলি ৯ সন্তানের জনক ও তার ৭ জন বোন ছিল। তিনি দখলকৃত পশ্চিম তীরের হেব্রন শহরের বাসিন্দা ছিলেন। ২০১২ সালে তাকে দখলদার বাহিনী আটক করেছিল। তাকে ১২ বছরের কারাদন্ড দেওয়া হয়। বন্দী অবস্থাতেই তিনি হৃদরোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

সূত্র: মিডিল ইস্ট মনিটর

সর্বশেষ

spot_img
spot_img
spot_img