বুধবার, মে ১৪, ২০২৫

সিরিয়া ও তুরস্কের ভূমিকম্পে ৪৫ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করল আলজেরিয়া

spot_imgspot_img

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৪৫ মিলিয়ন ডলারের আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে আলজেরিয়া।

গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) আলজেরিয়ার সরকারি একটি বিবৃতিতে এ বিষয়টি বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আলজেরিয়ার রাষ্ট্রপতি, সেনা প্রধান ও জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী আবদেল মাদজিদ তেবোউনের নির্দেশে তুরস্ককে ৩০ মিলিয়ন ও সিরিয়াকে ১৫ মিলিয়ন ডলার অনুদান ঘোষণা করা হচ্ছে।

এর পূর্বে ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে আলজেরিয়া ৮৯ জনের একটি উদ্ধারকর্মী দল পাঠিয়েছিল। যার মধ্যে দক্ষ প্রশিক্ষিত কর্মী, বিশেষ মেডিকেল টিম ও ডগ স্কোয়াড অন্তর্ভুক্ত ছিল। পাশাপাশি তারা ৮৬ জনের একটি অনুরূপ দল সিরিয়ায় পাঠিয়েছিল।

সূত্র: মিডিল ইস্ট মনিটর

সর্বশেষ

spot_img
spot_img
spot_img