বুধবার, মে ১৪, ২০২৫

নিত্যপণ্যের উর্ধ্বগতির কারণে মানুষ ভাল নেই : চরমোনাই পীর

spot_imgspot_img

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কষাঘাতে জনজীবন জর্জরিত। মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ বিশেষ করে মধ্যবিত্তের মানুষ অঅসহায় হয়ে পড়েছে। বার বার বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি করে সরকার জনগণকে শোষণ করছে। জনগণের প্রতি সরকারের কোন প্রকার দায়বদ্ধতা আছে বলে মনে হয় না। দেশের মানুষ ভালো নেই।

আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে চরমোনাই পীর জনগণের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন।

মুফতী রেজাউল করীম বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা। সাধারণ মানুষ গোশত বলতে ব্রয়লার মুরগির ওপর নির্ভরশীল ছিল তাও আজ ২২০ টাকা। যেখানে কিনতে যাবেন সেখানেই ঊর্ধ্বগতি।

তিনি বলেন, সরকার দলীয় লোকজন বাজার সিন্ডিকেটের সাথে জড়িত থাকার কারণে সরকার সিন্ডিকেট ভাঙতে পারছে না। আর এর খেসারত দিচ্ছে জনগণ। জনগণকে শোষণ করে সরকারে নিজেদের আখের গুছাচ্ছে।

দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকারকে কঠোরহস্তে বাজার নিয়ন্ত্রণের দাবি জানান তিনি।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img