বুধবার, মার্চ ১২, ২০২৫

মালয়েশিয়া চায় তুরস্ক ভূ-রাজনৈতিকভাবে আরো শক্তিশালী হয়ে উঠুক

মালয়েশিয়া চায় তুরস্ক ভূ-রাজনৈতিকভাবে আরো শক্তিশালী হয়ে উঠুক।

সোমবার (১০ ফেব্রুয়ারি) পুত্রজায়া কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহীম একথা বলেন।

অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের উপস্থিতিতে তিনি বলেন, তুরস্ক অতীতের তুলনায় এখন অনেক বেশি শক্তিশালী ও গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক শক্তি। মালয়েশিয়া চায় তুরস্ক ভূ-রাজনৈতিকভাবে আরো শক্তিশালী হয়ে উঠুক।

তুরস্কের ভূ-রাজনৈতিক শক্তি হয়ে উঠার পেছনে এরদোগানের অসাধারণ নেতৃত্বগুণ, বুদ্ধিদীপ্ত কর্ম কৌশল ও প্রচেষ্টা মূল কারণ হিসেবে কাজ করেছে বলে তিনি উল্লেখ করেন। এবং এরদোগানকে উদ্দেশ্য করে বলেন, আপনি এমন নেতা যার প্রভাব সীমান্তে সীমাবদ্ধ থাকে না।

অনুষ্ঠানে এরদোগানকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী দিয়ে সম্মান জানানো হয়। সম্মানসূচক ডিগ্রী প্রদান করায় তিনি পেরাকের সুলতান নাজরিন শাহ, মালয়েশিয়ার সরকার ও মালয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তুরস্ক ও তুর্কি জনগণের প্রতি মালয়েশিয়ার ভ্রাতৃত্ব ও কৃতজ্ঞতার বন্ধন রয়েছে বলে উল্লেখ করেন। একে বাড়ানোর উপর জোর দেন।

এছাড়া ৫ বছরের ব্যবধানে পুনরায় মালয়েশিয়া আসতে পেরে তিনি আনন্দ প্রকাশ করেন। ২০২২ সালের দ্বিপাক্ষিক অংশীদারিত্ব ব্যাপক কৌশলগত স্তরে উন্নিত হয়েছে বলে জানান।

বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলা মুসলিম বিশ্বের প্রভাবশালী এই নেতা মালয়েশিয়া, পাকিস্তান ও ইন্দোনেশিয়া এশিয়ার এই ৩টি দেশ সফরের উদ্দেশ্যে ৯ ফেব্রুয়ারি রবিবার কুয়ালালামপুর এসে পৌঁছান।

তার সফর সঙ্গী হিসেবে উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন নিজ স্ত্রী তুর্কি ফার্স্ট লেডি আমিনা এরদোগান, পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী আল্প আরসালান বায়রাক্তার, জাতীয় প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার, শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মেহমেত ফাতিহ কাসির, কৃষি ও বনমন্ত্রী ইবরাহীম ইউমাকলি, বাণিজ্যমন্ত্রী ওমর বোলাত, এল্ডার্স অফ দা অর্গানাইজেশন অফ টার্কিশ স্টেট কাউন্সিলের চেয়ারপার্সন বিনালি ইলদিরিম এবং রাষ্ট্রপতি উপদেষ্টা আকিফ চাগতাই কিলিচ।

সূত্র: আনাদোলু

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img