সোমবার | ৮ ডিসেম্বর | ২০২৫

‘উল্টপাল্টা’ কলাম লেখার জন্য ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করল চীন

বেইজিংয়ে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত ক্যারোলিন উইলসনকে তলব করেছে চীন সরকার।

চীনা সংবাদপত্রের স্বাধীনতা বিষয়ক একটি কলাম লেখার জন্য চীন সরকার এই ব্যবস্থা নিয়েছে।

বেইজিং বলছে, কলামে ব্রিটিশ রাষ্ট্রদূত যা লিখেছেন তা সঠিক নয়।

চীনা ভাষায় লিখিত ওই কলামে রাষ্ট্রদূত ক্যারোলিন উইলসন দাবি করেন, বিদেশী গণমাধ্যমের বিষয়ে চীন সরকারের অবস্থান পক্ষপাতপূর্ণ। তিনি এও দাবি করেন যে, সদুদ্দেশ্য নিয়েই তিনি চীনের সমালোচনা করেছেন। তবে চীন সরকার তার এ কথায় মোটেই সন্তুষ্ট নয় বরং গতকাল (মঙ্গলবার) ক্যারোলিনকে তলব করে কড়া ভাষায় প্রতিবাদ করেছে। চীনা সামাজিক যোগাযোগের মাধ্যম উইচ্যাটে ব্যক্তিগত একাউন্টে লেখাটি রাষ্ট্রদূত ক্যারোলিন পোস্ট করেছেন।

এক বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বেইজিং সরকার ও দেশের জনগণ কখনো বিদেশি গণমাধ্যমের বিরোধিতা করে নি কিন্তু যেসব গণমাধ্যম সংবাদপত্রের স্বাধীনতার নামে চীন সরকার ও কমিউনিস্ট পার্টি সম্পর্কে ভূয়া খবর প্রচার করে তাদের সম্পর্কে ভিন্ন কথা।

রাষ্ট্রদূত যে কলাম লিখেছেন তা বলদর্পী ভাষণ ও অনুমাননির্ভর বক্ত্যবে পরিপূর্ণ। এছাড়া, একজন কূটনীতিকের জন্য এই লেখা খুবই বেমানান। তবে চীনের এই পদক্ষেপ সম্পর্কে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করে নি।

সূত্র: পার্সটুডে

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img