সিরিয়ার সরকার ও মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই শান্তি চুক্তির ফলে দীর্ঘদিনের সংঘাতের ইতি টেনে শান্তি প্রতিষ্ঠার দিকে এগোচ্ছে সিরিয়া। কুর্দি সশস্ত্র সংগঠনটি সিরিয়ার উত্তর অঞ্চলের তেল সমৃদ্ধ বৃহৎ একটি জায়গা এতদিন নিয়ন্ত্রণে রেখেছিল।
সোমবার (১০ মার্চ) সিরিয়াতে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) কমান্ডার মাজলুম আবদি ও সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল শর’আ আল জুলানী এই শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির ফলে এসডিএফ ও সিরিয়া সরকারের মধ্যে স্থায়ী যুদ্ধ বিরতি কার্যকর হবে। এসডিএফ’এর সৈনিকেরা সিরিয়ার সামরিক বাহিনীর অন্তর্ভুক্ত হবে।উত্তর-পূর্ব সিরিয়ার সীমান্ত, বিমানবন্দর, গ্যাস ও তেলক্ষেত্রের উপর সিরিয়া সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা লাভ করবে। কুর্দি জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা হবে।
এই চুক্তির পর এক এক্স বার্তায় এসডিএফ কমান্ডার মাজলুম আবদি বলেছেন, সিরিয়া পুনর্গঠনের জন্য এটি প্রকৃত সময়।
উল্লেখ্য, সিরায়াতে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ২০১৫ সাল থেকে এসডিএফকে সহায়তা করে আসছিলো মার্কিন যুক্তরাষ্ট্র।
সূত্র: রয়টার্স