প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, দেশে ৪০ লাখ মামলার জন্য বিচারকের সংখ্যা মাত্র দুই হাজার। এ বিচারকের সংখ্যা একবারেই কম। ইতোমধ্যেই ১০২ জন বিচারকের নিয়োগের কাজ চলছে। যা পুলিশি তদন্তের পর্যায়ে রয়েছে। আরও এক শ’ বিচারক নেওয়ার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) মেহেরপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জ নামক বিচার প্রার্থীদের বিশ্রামাগার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, এ রাষ্ট্রের মালিক জনগণ। কোর্টে আগত বিচার প্রার্থীদের কষ্ট লাঘবের জন্য আমরা কাজ করছি। জেলায় জেলায় নির্মাণ করা হচ্ছে ন্যায়কুঞ্জ। এ জন্য সরকার ৩৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। জেলায় জেলায় ন্যায়কুঞ্জ নির্মাণে ৫০ লাখ টাকা করে দেয়া হবে।