বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

মেয়েকে বাঁচাতে ইমরান খানের কাছে ফিলিস্তিনি বাবার মানবিক আবেদন

ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দা ইউসুফ হাসান আসাদের মেয়ে ওয়ালা আসাদ হাড় ও পেশির বিরল রোগে আক্রান্ত। ফিলিস্তিনে এ রোগের কোনো চিকিৎসা নেই। তাই মেয়েকে পাকিস্তানে নিয়ে চিকিৎসা করার জন্য প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে এক মানবিক আবেদন জানিয়েছেন ইউসুফ হাসান।

ইউসুফ হাসান আসাদ জানান, পাকিস্তান একটি মুসলিম দেশ, তারা ফিলিস্তিনিদের ভালোবাসে। এ কারণে আমার মেয়ের চিকিৎসার জন্য দেশটির প্রধানমন্ত্রীর কাছে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছি।

জানা গেছে, গত মাসে ওয়ালার বাবার টুইটার অ্যাকাউন্ট থেকে চিকিৎসার জন্য আবেদনটি করেছিলেন তার ফুপু। পাকিস্তানের সিন্ধুপ্রদেশের করাচিতে অবস্থিত জিন্নাহ হাসপাতালে এ ধরনের রোগের চিকিৎসা হয় বলে জানান ইউসুফ হাসান।

তিনি বলেন, এটি অনেক ব্যয়বহুল চিকিৎসা, তাই আমরা পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে আমার মেয়ের জন্য সাহায্য চেয়েছি। ওয়ালা ছাড়াও তার আরও চার সন্তান রয়েছে। বর্তমানে করোনার কারণে তিনি বেকার অবস্থায় খুবই মানবেতর জীবনযাপন করছেন।

সূত্র: আরব নিউজ

spot_img
spot_img

এই বিভাগের

spot_img