মঙ্গলবার | ১৬ ডিসেম্বর | ২০২৫

গাজ্জা যুদ্ধ থেকে ফিরে আরও এক ইসরাইলি সেনার আত্মহত্যা

গাজ্জা যুদ্ধ থেকে ফিরে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় সৃদে তেইমান সামরিক ঘাঁটিতে এক ইসরাইলি সেনা নিজেকে গুলি করে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ পত্রিকার তথ্য অনুযায়ী, নিহত ওই সেনা গোলানি ব্রিগেডের সদস্য ছিলেন। তিনি গাজ্জা থেকে ফিরে ঘাঁটিতে বিশ্রামে ছিলেন এবং সেখানে সামরিক পুলিশের জেরার মুখে পড়েন। মাসখানেক আগে তার বিরুদ্ধে একটি তদন্ত শুরু হয় এবং তার অস্ত্র জব্দ করার নির্দেশ দিয়েছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে তিন তার একজন ঘুমন্ত বন্ধুর অস্ত্র ব্যবহার করে নিজেকে গুলি করেন।

জানা গেছে, ওই সেনার এক ঘনিষ্ঠ বন্ধু গত মাসে গাজ্জার একটি বিস্ফোরণে নিহত হন। ইসরাইলি সংবাদমাধ্যমগুলো বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজ্জায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলি সেনাবাহিনীতে আত্মহত্যার হার বেড়েছে। ইসরাইল হায়োম পত্রিকার তথ্য অনুযায়ী, শুধু ২০২৪ সালেই ইসরাইলি সেনাবাহিনীর ২১ সেনা আত্মহত্যা করেছেন। আর মে মাসে হারেৎজ জানিয়েছিল, গাজ্জা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ৪২ সেনা আত্মহত্যা করেছেন।

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img