শুক্রবার | ১১ জুলাই | ২০২৫

যতদিন গাজ্জায় যুদ্ধ চলবে ততদিন ইসরাইলি জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে : হুথি শীর্ষ নেতা

spot_imgspot_img

ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের শীর্ষ নেতা আবদুল মালিক আল-হুথি বলেছেন, যতদিন গাজ্জায় যুদ্ধ চলবে ততদিন ইসরাইলি বন্দর অভিমুখে জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।

বৃহস্পতিবার (১০ জুলাই) এক ভাষণে ইয়েমেনের এই নেতা সাম্প্রতিক দিনগুলোতে গাজ্জায় ইসরাইলের চলমান গণহত্যা এবং বর্বরতার নিন্দা জানিয়ে এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিশ্বের চোখের সামনে মানবিক বিপর্যয় ঘটছে’।

তিনি আরও বলেন, ‘আমরা মানব বিবেকের মৃত্যু দেখছি। ইসরাইলি অবরোধে দশ লাখেরও বেশি বেসামরিক মানুষ অসুস্থ, ক্ষুধা ও তৃষ্ণায় মারা যাচ্ছে। ’

আব্দুল-মালিক আল-হুথি বলেন, ‘যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে ইসরাইল যুদ্ধকে সমর্থন করছে এবং রক্তপাতকে সহজতর করছে।’

তিনি জোর দিয়ে বলেন, ‘পশ্চিমারা এমন কোনো হত্যার হাতিয়ার নেই যা ইহুদিদের হাতে তুলে দেয়নি। ’

আল-হুথি বলেন, যতক্ষণ গাজ্জার বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত ইসরাইলি বন্দরের দিকে জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এছাড়া ইসরাইলি সরকারকে ইলাত বন্দরে কার্যক্রম পুনরায় শুরু করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সম্প্রতি ইয়েমেনি বাহিনী লোহিত সাগরে নেভিগেশন নিষেধাজ্ঞা লঙ্ঘন করার পর দুটি ইসরাইলগামী জাহাজ—‘ম্যাজিক সীজ’ এবং ‘ইটারনিটি সি’ ডুবিয়ে দেয়।

সূত্র : বার্তা সংস্থা মেহের

সর্বশেষ

spot_img
spot_img
spot_img